টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি আইস জব্দ

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একজনকে বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যান।

পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।