কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অপহৃত ব্যবসায়ী নুরুল ইসলামকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে হ্নীলা পাহাড়ের পাদদেশে এনে ফেলে রেখে যায় অপহরণকারীরা।
পরিবারের সদস্যরা জানিয়েছে, বড় অঙ্কের টাকা পরিশোধের পর তাকে ফেরত দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২০ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি ছুড়ে বাড়িঘর ভাঙচুর করে নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চালালেও তাকে মুক্তি দেয়নি অপহরণকারীরা। প্রথমদিকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানায়নি।
অপহৃতের ছেলে কামাল হোসাইন বলেন, ‘মোটা অঙ্কের টাকা দিয়ে বাবাকে ফেরত আনতে হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এতে তিনি দুর্বল হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
লেদা এলাকার বাসিন্দা মুফিজুর রহমান বলেন, ‘একদল রোহিঙ্গা সন্ত্রাসী ব্যবসায়ী নুরুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে মুক্তিপণ নিয়ে তাকে ফেরত দেয়। সশস্ত্র গোষ্ঠীর ভয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউসার সিকদার বলেন, ‘অপহৃত নুরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তিপণের বিষয়ে জানা নেই। ব্যবসায়িক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে।’












