প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি) পরিচালিত পৃথক দুটি অভিযানে দুইজন আসামীসহ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেছেন।
প্রথম অভিযান: উনচিপ্রাং এলাকায় ইয়াবা উদ্ধার
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ১৮ জানুয়ারি ভোরে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শামসু উদ্দিন (৩৭), বাড়ি টেকনাফের নয়াপাড়ায়। জিজ্ঞাসাবাদে তিনি মায়ানমার থেকে ইয়াবা চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘের সংলগ্ন এলাকা থেকে পানিনিরোধক মোড়কে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান: হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার
একই দিন সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তল্লাশিকালে চালকের সন্দেহজনক আচরণের কারণে সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। চালকের সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় চালক আবুল হোছন (২৮), বাড়ি টেকনাফের কাঞ্জরপাড়ায়,কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামি এবং জব্দকৃত ইয়াবা ও সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি, জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।