Tank destroyer hit and fin assembly recovered in Teknaf

টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন এসেম্বলি উদ্ধার

টেকনাফ

দরিয়া নগর রিপোর্ট

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ট্যাংক বিধ্বংসী তাজা রকেট হিট এবং চারটি ফিন এসেম্বলি উদ্ধার করেছেন র‌্যাব–১৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, সামপ্রতিক সময়ে রোহিঙ্গা সন্ত্রাসী এবং কিছু বাঙালি অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে মিলিটারি গ্রেডের বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বেচাকেনা করছে– এমন তথ্যে র‌্যাব–১৫ এর একটি দল সাবরাং উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত ৪০ মিমি রকেট হিট এবং চারটি ফিন এসেম্বলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত এসব অত্যাধুনিক অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে ধারণা করা হয়। উদ্ধারকৃত গোলাগুলো রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জে বম্ব ডিসপোজাল দল দ্বারা ধ্বংস করা হয়েছে।