টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ

টেকনাফ

নিজস্ব প্রতিবেদক

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। 

শনিবার ৭ ডিসেম্বর বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলাধীন বরইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।