টেকনাফে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

টেকনাফ

মিজানুর রহমান মিজান : টেকনাফ প্রতিনিধি

টেকনাফে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ইসমাঈল, টেকনাফ সরকারী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, জামায়াতে ইসলামের টেকনাফ পৌর শাখার সভাপতি রবিউল আলম, শ্রমিক দল নেতা মুন্নাসহ অনেকে।

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো একটি সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা শুধু সহানুভূতিই দেখাচ্ছে না, বরং অসহায় নারী-পুরুষকে কাজের সুযোগ ও আত্মনির্ভরশীলতার পথ করে দিচ্ছে।
আজ আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সেলাই মেশিন পেয়েছেন, এটি কেবল একটি যন্ত্র নয়, এটি আপনার পরিবারের আশা, আপনার সন্তানদের ভবিষ্যৎ, আপনার নিজের আত্মসম্মান পুনরুদ্ধারের উপায়।

সন্তানদের শিক্ষার খরচ চালানোর পাশাপাশি পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা সমাজে মর্যাদা অর্জনেও সহায়ক হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সেলাই মেশিন পাওয়া নারীদের বক্তারা বলেন, সুযোগ হারাবেন না। যারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রমাণ করে দিন আপনারা কারও বোঝা নন, আপনারাই সমাজের সম্পদ।