টেকনাফের ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

কক্সবাজার টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরেণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী রোকেয়া বেগম।

 

অপহৃত ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৩৮)।  তিনি সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার সকালে রোকেয়া বেগম নামে এক নারী তার স্বামী মাহমুদুল হককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের একটি কপি বাহারছড়া তদন্তকেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযোগের পর থেকেই পুলিশ তদন্ত ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

অপহৃতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, সোমবার (১৮ আগস্ট) সকালে তার স্বামী ব্যবসায়িক কাজে শামলাপুর এলাকায় যান। পরে রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করেন। ওইদিন রাতেই তার স্বামীর নম্বর থেকে কল আসে। অজ্ঞাত এক ব্যক্তি স্বামীকে মুক্ত করতে ৫০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়।

 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ঘটনার তিনদিন পার হলেও স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এক নারীর ফাঁদে ফেলে দুর্বৃত্তরা তাকে আটকে রেখেছে। এটি নিছক অপহরণ নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত অপহৃত ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।