"TCSJ Annual Indoor Sports Competition Award Distribution"

টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

মঙ্গলবার সন্ধ্যায় (২১ জানুয়ারি ২০২৫) নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে ছিলো আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীরা নিজেদের ব্যক্তি জীবনে অনেক সুখ-স্বাচ্ছন্দ ত্যাগের মনমানসিকতা নিয়েই এ মহান পেশায় মনোনিবেশ করেন। তাই কর্মজীবনের কিছুটা ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানান তারা।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন, এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, হোমস টেক্স-এর কর্ণধার ব্যবসায়ী নেতা মুহাম্মদ মহিউদ্দিন, রেষ্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী মোঃ আক্কাস উদ্দিন।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী।

টিসিজেএ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ পারভেজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর হাসিব ইফরাজ, মোঃ রবিউল হোসেন টিপু সহ এসোসিয়েশনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

অর্ধশতাধিক প্রতিযোগির অংশগ্রহণে আয়োজিত টিসিজেএ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম এককে চ্যাম্পিয়ন হারুন উর রশিদ, রানার্স শীতল মল্লিক উত্তম, ক্যারাম দ্বৈততে চ্যাম্পিয়ন নুর জামান আতিক ও শীতল মল্লিক উত্তম, রানার্স নাছিরুল আলম ও হারুন উর রশিদ, লুডু এককে চ্যাম্পিয়ন আবদুল আজিজ মুন্না, রানার্স মোঃ হাসান উল্লাহ, লুডু দ্বৈততে মোঃ সেলিম  উল্ল্যাহ ও নাজিম উদ্দিন, রানার্স মোহাম্মদ আলমগীর ও মোঃ পারভেজুর রহমান, দাবায় চ্যাম্পিয়ন মোঃ আলী আকবর, রানার্স রবিউল হোসেন টিপু।