জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড

টেকনাফ

সমকাল

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় জেলের জালে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। আজ রোববার সকালে টেকনাফের সারাংয়ে নাফ নদে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে গ্রেনেডটি পাওয়া যায়। পরে সেটি বিজিবির কাছে হস্তান্তর করে। এটি মিয়ানমারের থেকে ভেসে আসছে বলে ধারনা জেলেদের।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদীতে এক জেলে মাছ ধরছিল। এসময় তার জালে ব্যাগ বেধে যায়। ব্যাগটি খুলে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেওয়া হয়েছে। পরে সেটি রামু আর্মি ক্যাম্পে পাঠিয়ে ধ্বংস করা হবে। 

 জেলে ওমর ফারুক বলেন, ‘নাফ নদের তীরে মাছ ধরতে গেলে জালে একটি ব্যাগ পাই। পরে ব্যাগ খুললে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। ধারনা করছি, এটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।’ 

Spread the love
আরও পড়ুন!  টেকনাফ এখন ভাড়াটিয়া রোহিঙ্গাদের শহর!