A 25 kg coral fish was caught in the net

জেলের জালে উঠল ২৫ কেজির কোরাল মাছ

টেকনাফ

জসিম মাহমুদ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৫ ওজনের একটি কোরাল মাছ। মাছটি ধরা পড়ে শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মোদাচ্ছির (৩২) নামে এক যুবকের বড়শিতে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ নাফনদী সংলগ্ন জেটি ঘাটে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি বড়শিতে ধরা পড়ে।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘প্রতিদিনের মতো সকালে বরশি দিয়ে মাছ ধরতে যায় দ্বীপের স্থানীয় ২০-৩০ জনের একটি দল। রবিবার সকালে স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।’

মোদাচ্ছির বলেন, ‘কোরাল মাছটি দ্বীপে প্রতি কেজি ১৩শ টাকা করে বিক্রি করি।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সরকারিভাবে বন্ধের ফলে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ জেটিঘাটে দ্বীপের বাসিন্দার মোদাচ্ছির নামে এক যুবকের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে।’