কুতুবদিয়া প্রতিনিধি:
জাতীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর অনূর্ধ্ব-১৭ দলের জন্য কুতুবদিয়া উপজেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলায় এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শতাধিক তরুণ খেলোয়াড় এই বাছাইয়ে অংশগ্রহণ করেন।
বাছাই কার্যক্রমে দক্ষ প্রশিক্ষক ও অভিজ্ঞ নির্বাচকরা উপস্থিত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে সেরা খেলোয়াড়দের নির্বাচন করেন। খেলোয়াড়দের গতি, কৌশল, শারীরিক দক্ষতা ও দলীয় মানসিকতা পরীক্ষা করে চূড়ান্ত দল গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, যিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, “তরুণ প্রজন্মের ফুটবল প্রতিভা বিকাশের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।”
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।