নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণা করে গ্রিন পার্ক করতে চান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার দুপুরে মাঠের সামনে নগরীর সচেতন নাগরিক সমাজের প্ল্যাটফর্ম- পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম এর আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে এমন আগ্রহের কথা জনান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সার্কিট হাউস মাঠ চট্টগ্রামের ফুসফুস, স্থাপনা নয়, হোক জনগনের মুক্তাঙ্গণ”-এমন স্লোগান নিয়ে আয়োজিত এ আন্দোলনে সংহতি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন – বাপা, চট্টগ্রাম।
সমাবেশে অংশ নিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, আমরা একটি পরিকল্পিত চট্টগ্রাম নগরী চাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মাস্টারপ্ল্যান আছে সেখানেও এটা একটা সবুজ মাঠ আছে।
তিনি বলেন, সার্কিট হাউজের মাঠটি চট্টগ্রাম সিটি করপোরেশনকে দিয়ে দিন, আমরা একটা গ্রিন পার্ক করব এখানে। মানুষ সেখানে আসবে হাঁটবে, ঘুরবে। এ ধরনের চিন্তাভাবনা নিয়ে আমি তাদেরকে চিঠি লিখেছিলাম কিন্তু অদ্যাবধি কোনো সাড়া দেননি। কিন্তু এখন শুনছি এখানে হাসপাতাল হবে। আমি তাদের অনুরোধ করছি, আমার (সিটি করপোরেশনের) কালুরঘাটে ৯ একর জায়গা আছে। ওই ৯ একর জায়গা নিয়ে ওখানে হাসপাতাল করুন, আমাকে এই জায়গাটা দিয়ে দেন, সবুজ পার্ক করব এখানে। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি। এর থেকে ভালো প্রস্তাব হতে পারে না। আপনারা হাসপাতাল করলে সেখানকার অবহেলিত মানুষ সেবা পাবে।
চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও ষড়যন্ত্র হয়েছে। চট্টগ্রামের মানুষ প্রতিবাদ করেছে। এখন মাঠ সিজেকেএসের থাকবে। চট্টগ্রামের সমস্ত খেলোয়াড় এখানেই খেলবে। এ শহরকে আমাদের বাঁচাতে হবে। এই শহরকে যদি না বাঁচাই তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
মানববন্ধনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সিকান্দার খান, কবি ও সাংবাদিক আবুল মোমেনসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

 
	










