চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো. আজিজকে গ্রেফতার করেছে র্যাব-৭।
৫ মার্চ রাত ২টার দিকে পটিয়ার ভাটিখাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মহানগরীর বাকলিয়া থানার অক্টোবর ২০২৪ ইং এর নারী ও শিশু নির্যাতন মামলার এহাজারনামীয় আসামী মো. আজিজ চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ভাটিখাইন এলাকায় আত্মগোপনে আছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ৫ মার্চ রাত ২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল। অভিযানে আসামী মো. আজিজ (৪৭), পিতা- মৃত মতিউর রহমান, সাং-পশ্চিম পাড়া, দোস্ত মোহাম্মদ, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার জরা হয়।