চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকার একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে সিএমপি।
গতকাল কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং এলাকা থেকে সেলিনা আক্তার আফিয়া নামের এ গৃহকর্মীকের আটক করে নগরীর খুলশি থানা পুলিশ।
দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএমপির উপ-কমিশনার মো. রইছ উদ্দিন জানান, গত ২১ জানুয়ারি নাসিরাবাদের আপন নিবাস এলাকার মো. মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি গৃহকর্মীর বিরুদ্ধে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরির অভিযোগে খুলশি থানায় মামলা দায়ের করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গৃহকর্মীর গ্রামের বাড়ি টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে আফিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চোরাইকৃত ১টি স্বর্ণের ব্রেসলেট, ২টি স্বর্ণের বালা ১টি স্বর্ণের গলার হার ২টি স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের গলার চিপসহ সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় সে দেড় মাস আগে গৃহকর্মী হিসেবে বাসায় কাজ নেয় বলে জানায় পুলিশ।
মহানগরীতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে সঠিক তথ্য ও পুলিশের সরবরাহ করা ফর্ম পূরণ করেই যেন বাসা-বাড়ির কর্মী রাখার পরামর্শ পুলিশের।
পুলিশ জানায়, বাদরি এজাহার অনুযায়ী ৯ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টির দিকে গৃহকর্মীকে বাসায় রেখে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে বের হন বাসার কর্তা মো. মাহবুবর রহমান। ঘুরাফেরা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় এসে দেখতে পান গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া আলমারির ড্রয়ের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১ লাখ টাকা ও আলমারির ড্রয়ারে রাখা স্ত্রীর প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।
এর পর ২১ জানুয়ারি খুলশি থানায় মামলা রুজু হওয়ার পর ২২ জানুয়ারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং এর কোয়াংছড়ি পাড়া থেকে সেলিনা আক্তার আফিয়াকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণ ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।