নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর সংসদীয় আসন ৯ এর জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এ কে এম ফজলুল হক বলেছেন, সংসদ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দেশ ছেড়ে আর কাউকে পালিয়ে যেতে হবে না।
সকালে, চট্টগ্রাম মহানগরীর সংসদীয় আসন ৯ এর জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আবু সাঈদ মুগ্ধসহ যে তরুণরে রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ৫৪ বছর পরে আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য, বাংলাদেশের মানুষ তারুণ্যের প্রতি তাকিয়ে আছে, বাংলাদেশের জনপ্রিয় ও দেশপেমীক ইসলামিক দলগুলো যে ঐক্যজোট হবে সে জোটকে নির্বাচিত করার মাধ্যমে আমরা আগামীতে শোষণমুক্ত, নিরাপদ, একটি শান্তিপূর্ণ ও উচ্চ মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীর তরুণদের জন্য বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়তে চাই।
চট্টগ্রাম -০৯ আসনের পরিচালক ও মহানগীর সহকারী সেক্রেটারি ফয়সল মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে শোডাউনে প্রধান অতিথি ছিলেন, জামায়ত ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া মহানগরী কর্মপরিষদ সদস্য, এস. এম. লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমীর ও চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারক আজম, চকবাজার থানা আমীর খালেদুল আনোয়ারসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও হাজারো নেতাকর্মী শোডাউনে অংশ নেন।












