চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীলতা ও পরিকল্পনার অভিযোগে ফেব্রুয়ারি ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আটক করা হয়েছে ৫৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক করা হয় ৩৯ জনকে।
সিএমপির নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে সবাই আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।
এ ছাড়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ সন্ত্রাসী বিরোধী আইন, ফৌজদারি আইন ও বিশেষ ক্ষমতা আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
সিএমপির নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মহানগরীতে অন্যান্য মামলা ও অভিযান ছাড়া বিশেষ অভিযানে ১ ফেব্রুয়ারি মহানগরীর বিভিন্ন থানায় আটক করা হয়, ২৮ জন, ২ ফেব্রুয়ারি ৪২ জন, ৩ ফেব্রুয়ারি ৪৬ জন, ৪ ফেব্রুয়ারি ৩৪ জন, ৫ ফেব্রুয়ারি ৪০জন, ৬ ফেব্রুয়ারি ১৬ জন, ৭ ফেব্রুয়ারি ২০ জন, ৮ ফেব্রুয়ারি ১৯ জন, ৯ ফেব্রুয়ারি ২৬ জন, ১০ ফেব্রুয়ারি ৩০ জন, ১১ ফেব্রুয়ারি ২৮ জন, ১২ ফেব্রুয়ারি ৩০ জন, ১৩ ফেব্রুয়ারি ৪০ জন, ১৪ ফেব্রুয়ারি ১৯ জন, ১৫ ফেব্রুয়ারি ২৩ জন ও ১৬ ফেব্রুয়ারি ৩৯ জনকে আটক করা হয়।