চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে লীজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রুমিক দল

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লীজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল।

শনিবার (৩১ জানুয়ারী) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৪ টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য চলবে কর্মসূচি।

এর ফলে বন্দরে শ্রমিক উপস্থিতি কম দেখা গেছে। বন্দরের প্রবেশ পথে অবস্থান নিয়েছে শ্রমিকরা। এ কর্মসূচির সমর্থনে বেলা ১১ টায় শ্রমিক দল বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এ কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে বন্দর অচলের ডাক দিবেন তারা।

এর আগে গত বৃহস্পিতবার সংবাদ সম্মেলন করে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধের ডাক দেয় চট্টগ্রাম বন্দর শ্রমিক দল।