নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় বিদেশী অপারেটর নিয়োগে সরকারী উদ্যোগের প্রতিবাদে আগামী শনি ও রবিবার আট ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর শ্রমিক দল।
সকালে (২৯ জানুয়ারী) চট্টগ্রামের একটি রেস্তোঁরায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা।
নেতারা অভিযোগ করে বলেন, এনসিটি বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে গড়ে তোলা একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এবং এটি একটি লাভজনক স্থাপনা এবং বন্দরের সিংহ ভাগ আয় এই টার্মিনাল থেকে আসে বলে জানান শ্রমিকরা।
বন্দরের কাজ পরিচালনা বিদেশী সংস্থার মাধ্যমে করার এই উদ্যোগ বিগত হাসিনা সরকারের নেয়া একটি প্রকল্প উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, এই উদ্যোগ সফল হলে দেশের সার্বভৌমত্ব হুমকীর মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতারা।
বন্দরের টার্মিনাল বিদেশীদের কাছে ইজারা দেয়ার উদ্যোগ থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহবান জানিয়ে ধর্মঘট কর্মসূচী ঘোষণা করেন শ্রমিক নেতারা-। সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো কঠোর কর্মসূচীর হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।












