নিজস্ব প্রতিবেদক
টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৩৫ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সৈকত এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন রাত ২ টার দিকে মায়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশী করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করা হয়। কোসট গার্ড বলছে, আটককৃতরা মাদক পাচারকারী।