নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারী চট্টগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু যোগদান করার পর থেকে জেলার আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্যে বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে জেলার বিভিন্ন ইউনিট পরিদর্শন ও রাত্রিকালীন নিরাপত্তা মহড়া কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, তার স্ব-উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জদের সমন্বয়ে নিয়মিত রাত্রিকালীন নিরাপত্তা মহড়া কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নবনিযুক্ত পুলিশ সুপার জেলার থানাসমূহের আওতাধীন বিভিন্ন ফাঁড়ি ও এলাকার গুরত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিদর্শন এবং ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়েতে নিরাপত্তা নিশ্চিতকরণে রাত্রিকালীন ডিউটিও তদারকি করেন।
এ সময় অফিসার এবং ফোর্সদের সাথে মতবিনিময় করে তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা জানতে চান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
এ ছাড়া মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ থানা এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সাথে কথা বলেন পুলিশ সুপার।
৯এ সময় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন, সংশ্লিষ্ট সার্কেল অফিসার, ইনচার্জ (গোয়েন্দা শাখা) ও থানার অফিসার ইনচার্জগণ পুলিশ সুপারের সাথে ছিলেন।