The half-melted body of a young man was recovered in Chittagong

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর টাইগারপাসের রেলওয়ে কলোনীর এক পরিত্যাক্ত ভবন থেকে ২৮ বছর বয়সী এ যুবকের লাশ উদ্ধার করা হয়।

খুলশী থানা পুলিশ জানায়, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে ওই যুবকের লাশ পাওয়া যায়। এ ভবনে কয়েকজন থাকত। রাতে নেশা করে সকালে আবার চলে যেত। লাশ দেখে মনে হচ্ছে তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।’

তবে, ‘তার মুখমণ্ডল পঁচে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তার শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়েও তার মৃত্যু হতে পারে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।