চট্টগ্রাম সংবাদদাতা :
সড়কে নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, চট্টগ্রামে “রোড শো” করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি – বিআরাটিএ।
সকালে নগরীর নিউমার্কেট মোড়ে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরীর উপস্থিতিতে রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড- এর সাথে পরিবহণ চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে বিভিন্ন ধরণের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া সড়কের শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া এবং আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা’র নেতৃত্বে ২টি বিশেষ মোবাইল কোর্টও পরিচালনা করা হয়।
এ সময় বিআরটিএ, চট্টগ্রাম বিভাগ, চট্ট মেট্রো-১ ও ২ সার্কেল এবং জেলা সার্কেলের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।