নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ মামলায় মো. হৃদয়, মাদক মমালার ওয়ারেন্টভুক্ত আসামী মো. ওবায়দুল হক ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুল আফছার নামের তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের ভুজপুর, ফেনী সদর এবং নেত্রকোণা সদর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সীতাকন্ড থানার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামী মো. হৃদয় (২৭)কে নেত্রকোনার সাতপাই এলা থেকে, ভুজপুর থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ওবায়দুল হক (৩২)কে কাজীরহাট থেকে এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আফছার (৪০)কে ফেনী সদর থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ তারিখ রাতের বিভিন্ন সময় পৃথক তিনটি অভিযানে ফেনী, ভুজপুর ও নেত্রকোনায় অভিযান চালিয়ে হত্যা, মাদক ও গণধর্ষণ মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।