Attack on police in Tottagram, another accused in 5 days remand

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ৫ দিনের রিমান্ডে আরেক আসামি

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলার ঘটনায় সাজু বৈদ্য (৩৯) নামের আরও এক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া এ আদেশ দেন।

আইনজীবীরা জানায়, ‘আদালত প্রাঙ্গনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাজু বৈদ্যের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচদিন মঞ্জুর করেছেন।’

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।