চট্টগ্রামে পাহাড় থেকে হাতি সরানোর দাবিতে ফের সড়ক অবরোধ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা থেকে হাতি সরানোর দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চাকরিজীবীরা। আটকা পড়েছেন বিভিন্ন খাদ্য পণ্যের গাড়ি।

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, হাতি নিরসনের জন্য প্রশাসন ৪দিনের সময় নিয়েও তারা কোনো সুরাহ দিতে না পারায় তারা আবারও আন্দোলনে নেমেছেন এবং হাতি নিরসনের স্থায়ী কোনো সমাধান না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

এর আগে গত শনিবার-২২ মার্চ হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। যদিও দীর্ঘ ৬ ঘন্টা আন্দোলনের পর ৪ দিনের সময় নেন প্রশাসন।

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন চৌধুরী বলেন, হাতি নিরসনের বিষয়টি সম্পূর্ণ উপজেলা প্রশাসন ও বনবিভাগের। যদিও জনগণের ভোগান্তি না হয় সেজন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।