"10 Chhatra League members arrested in Chattogram."

চট্টগ্রামে ছাত্রলীগের ১০ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতাঃ

চট্টগ্রাম মহানগরী থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার -২ ফেব্রুয়ারি সকালে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার-১ ফেব্রুয়ারি রাতে নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদরঘাট থানা-পুলিশ।

গ্রেফতার ১০ জন হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) এবং সোলেমান আহমেদ (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ কর্মী। ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব্বির হোসেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা। তার নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগের’ কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।