চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ ; আটক দুই

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী থেকে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

২৩ মার্চ রোববার সকালে উপজেলার আমান বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেটসহ দুই জনকে আটক করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টুন বিদেশী সিগারেট ও একটি পিকআপসহ দুই জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আনুমানিক ১ কোটি টাকা বাজার মূল্যের ৬৩ হাজার ৮০০ প্যাকেট ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ মো. শওকত আকবর (৩৪) ও পিক-আপ চালক মো. বাদশাকে (২৬) আটক করা হয়। আটককৃতরা দুই জনই রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা।