চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”এ প্রতিপাদ্য নিয়ে এবার চট্টগ্রামে উপযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ ।

এ উপলক্ষ্যে আজ ১৮ ডিসেম্বর-বুধবার নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সাভার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম মেরুদন্ড। প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিটেন্স দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র খাত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিন দিন দেশের অর্থনীতিকে অধিকতর শক্তিশালী করছে। তাই দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভ‚মিকা অপরিসীম।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার সভাপতিত্বে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম বক্তব্য রাখেন। এসময় প্রবাসী কল্যাণ ব্যাংক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৮ টি দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হচ্ছে। বর্তমানে বিশে^ প্রায় ১৭৬ টি দেশে ১ কোটি ৩০ লাখের অধিক বাংলাদেশি অভিবাসী কর্মী কর্মরত আছেন এবং তাদের প্রেরিত রেমিটেন্স আমাদের জিডিপির প্রায় ১২ শতাংশ।

তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস হতে পহেলা জানুয়ারি ২০২৪ হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৬১ হাজার ২শ ৪৯জন অভিবাসন প্রত্যাশী কর্মীর নাম কেন্দ্রীয় ডাটা ব্যাংকে নিবন্ধন এবং ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলায় বিকেটিটিসি, মহিলা টিটিসি, টিটিসি রাউজান ও সন্ধীপ অভিবাস প্রত্যাশী কর্মীদের প্রাক-বর্হিগমণ প্রশিক্ষণ প্রদান করে থাকেন।

অনুষ্ঠানে প্রবাসী পরিবারের মেধাবী সন্তান, মৃত প্রবাসী পরিবার, প্রতিবন্ধী, সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পরিবারের সদস্যদের চেক প্রদান করা হয়। এছাড়াও এ উপলক্ষ্যে আগ্রাবাদস্থ জনশক্তি ও কর্মসংস্থান অফিসে দিনব্যাপী জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে।

আলোচনা সভার শুরুতে সার্কিট হাউস চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েল ফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক র‌্যালিতে নেতৃত্ব দেন।