চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে লোহার স্ক্র‍্যাপসহ ২৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ৩০ টন লোহার স্ক্র্যাপ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ডের জাহাজ তানভিরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড জাহাজ তানভীর কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরকারি সম্পদ চুরির কাজে ব্যবহৃত ২ টি কাটিং মেশিন, ২৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি গ্যাস সিলিন্ডার, আনুমানিক ৩০ টন চুরিকৃত স্ক্র্যাপ, ১ টি বার্জ, ২ টি লাইফ বোট ও ১ টি টাগ বোটসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত সকল আলামতসহ আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।