"18 lakh 30 thousand taka worth mobile phones recovered from an abandoned trolley at Shah Amanat International Airport in Chittagong."

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যাক্ত ট্রলি থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোন উদ্ধার

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৯৫টি মোবাইল ফোনের একটি চালান আটক করেছে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

সকাল ১০টায় শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে তল্লাশি চালিয়ে তারা এসব মোবাইল ফোন উদ্ধার করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে স্যামসাং ব্র্যান্ডের ৪৯টি স্মার্ট ফোন এবং নোকিয়া ব্র্যান্ডের ৪৬টি বাটন ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ৪৯টি স্মার্ট ফোন ৩৫ হাজার টাকা করে ১৭ লাখ ১৫ হাজার টাকা। ৪৬টি বাটন ফোন ২ হাজার ৫০০ টাকা করে ১ লাখ ১৫ হাজার টাকা।

উদ্ধারকৃত মোবাইল বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিমান বন্দর কতৃপক্ষ।