A women's gathering and discussion meeting was held in Raujan, Chattogram.

চট্টগ্রামের রাউজানে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের রাউজানে নারী সমাবেশ ও মতবিনিময় সভা করেছে জেলা তথ্য অফিস।

বুধবার – ২৯ জানুয়ারি রাউজান উপজেলার পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসকান্দার করিম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসের পরিচালক, মীর হোসেন আহসানুল কবীর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নারীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

এছাড়া সমাবেশে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, গুজব, সাম্প্রদায়িকতা প্রভৃতি সামাজিক সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে নারীর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।