নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২লাখ ১০হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে রায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন চুন্নাপড়া গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও মো. আবু হানিফ তারা দু’জনই সহোদর ভাই।
আনোয়ারা থানা পুলিশ জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২লাখ ১০হাজার ইয়াবা এবং নগদ ১৮লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।