কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ব্রিজের নিচ থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার চৌয়ারফাড়ি ব্রিজের নিচে স্থানীয়রা লাশটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টা নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন।
এসআই মহিউদ্দিন বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় নদীর পানিতে আটকে ছিল। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
স্থানীয়রা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তারা ব্রিজের নিচে গিয়ে লাশটি দেখতে পান। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। লাশে পোশাকের কিছু অংশ থাকলেও পরিচয় শনাক্তের মতো কোনো আলামত পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, “অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”