কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দিসকরা এলাকার এনামুল হকের ছেলে মো. আমিনুল হক (৩৫), তার স্ত্রী, মা, শাশুড়ি, বোন ও শালী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মেহেদী হাসান জানান, তারা একটি নোহা মাইক্রোবাসে করে পরিবারসহ কক্সবাজার আসছিলেন। পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান। এ ঘটনায় আমিনুল হকের চাচা ও অপর এক শালী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই মারা যান।












