খতমে কোরআন ও মিলাদের মধ্য দিয়ে পালিত হলো প্রয়াত সাংবাদিক ছৈয়দ হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

টেকনাফ

মো. শহিদ উল্লাহ; টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে আলহাজ্ব ছৈয়দ হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লেঙ্গুরবিল মহিউচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা কমিটির সদস্য মাওলানা শওকত আলীর সভাপতিত্বে মরহুমের সন্তান হোসাইনুল মোস্তফা রায়হানের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম ছৈয়দ হোসাইন শুধু একজন সাংবাদিকই ছিলেন না, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারেও তার অবদান ছিল অনন্য। নারী শিক্ষার প্রসারে তিনি মহিউচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তার এমন মহৎ কাজগুলো তাকে চিরস্মরণীয় করে রাখবে।

আবদুল হালিমের কোরআন তিলাওয়াত ও টেকনাফ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আতাউলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, নুরুল করিম রাসেল, গিয়াসউদ্দিন ভুলু, মোহাম্মদ শহীদ, স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম ও সাবেক ইউপি সদস্য মো. আলম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াবুল হক, মো. রহমত উল্লাহ, হাবিবুর রহমান হাবিব, মো. নুরুল আলম, হাফেজ ইব্রাহিম মাহমুদ ও মো. ফারুক রহমান।

আলোচনা শেষে সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীর নেতৃত্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সাংবাদিকরা মরহুমের কবর জিয়ারত করেন।