Qutubdia upazila and Maheshkhali municipality BNP committees suspended

কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী পৌরসভা বিএনপির কমিটি স্থগিত

কুতুবদিয়া
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  কুতুবদিয়া উপজেলা কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে মহেশখালী পৌরসভা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।  
সোমবার ( ২৪ ডিসেম্বর ২০২৪ ইং ) জেলা বিএনপি উক্ত কমিটি কমিটি স্থগিত করেন।  
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী। তিনি বলেন,চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খানের নির্দেশনায় এ স্থগিত আদেশ জারী করা হয়েছে।
এর আগে বুধবার (১১ ডি‌সেম্বর) সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান ছৈয়দ আহমদ‌কে আহ্বায়ক ও এম.এ ছালাম কুতুবী‌কে সদস্য স‌চিব ক‌রে ৭ সদ‌স্যের আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হয়।  
ক‌মি‌টির ৫ সদস্যরা ছিলেন সা‌বেক সংসদ সদস্য এ‌টিএম নুরুল বশর চৌধুরী, সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান মোবারক হোছাইন, সা‌বেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ইউ‌পি চেয়ারম্যান আক্তার হোছাইন ও আবু মুছা কুতুবী।
জানা যায়, রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহেশখালী পৌরসভার নতুন সাত (০৭) সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ছিলেন সাবেক ছাত্রনেতা আখতার হোসেন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম ,সদস্য  আতাউল্লাহ বোখারি, মাস্টার কবির আহমদ, আলহাজ্ব জাফর আলম, নূরুল ইসলাম ও সাবেক শ্রমিকদল নেতা মকসুদ মিয়া। এবং আহ্বায়ক কমিটিকে  এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছিল।