কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি হোটেলকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বড়ঘোপ বাজরে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
অভিযানে দেখা যায়, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশন। এসব অভিযোগে হোটেলগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”
এ সময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্য, পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে এলাকার অন্যান্য হোটেল মালিকরা সচেতন হওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।