কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্কুলের প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো: আমিনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ আকবর খান।

মাষ্টার কাইছার উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া আইল্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সমীর কান্তি দাশ,শওকত ইসলাম, ওয়াহিদুল রহমান, সাংবাদিক আবুল কাশেম, নাগরিক কমিটির প্রতিনিধি আবু রাসেল রবিন, ছাত্র প্রতিনিধি কাজী তাহমিদ।

এসময় বক্তারা, শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করে করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।