কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা নিখোঁজ জাহিদুল হককে (৩২) ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার পরিবার।
গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঘর থেকে বের হয়ে ২নং দক্ষিণ ধুরং ইউনিয়নের ধুরং গ্রামে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের তিনদিন পার হলেও এখনও কোনো সন্ধান মিলেনি তার।
ছোট ভাইকে হারিয়ে ভাইয়ের দুশ্চিন্তার শেষ নেই। তাকে ফিরে পেতে জনসাধারণ ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন জাহিদুল হকের বড় ভাই আমিনুল হক।
এঘটনার পরদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার বড় ভাই আমিনুল হক বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। নিখোঁজ জাহিদুল হক কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র। তার সংসারে স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রয়েছে।
তার বড় ভাই আমিনুল হক বলেন, এর আগে কখনও আমার ভাই ঘরের বাইরে একরাতও ছিল না। আত্মীয় স্বজনসহ বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সোমবার রাত দশটার দিকে তার মোবাইল থেকে ফোন করে বলে কত গুলো মানুষ তাকে তুলে নিয়ে যাচ্ছে, এরপর থেকে তার মোবাইলও বন্ধ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি। এখনও জাহিদুল হককে খুঁজে পাইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
Related
আরও পড়ুন:
৫দিন পর বাড়ি ফিরল কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
কুতুবদিয়ায় সৃজন মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন
কুতুবদিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি নৌবাহিনীর
কুতুবদিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান
কুতুবদিয়া কৈয়ারবিলে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক কুতুবদিয়ার মোঃ ওসমান ও ডেইজি
কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন
কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা প্রদান
কুতুবদিয়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ
কুতুবদিয়ায় তারুণ্য উৎসব উপলক্ষে বীচ ম্যারাথন দৌড় সম্পন্ন
কুতুবদিয়ার নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল হাসান
কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন যুবদলের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
