কুতুবদিয়া প্রতিনিধি:
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। ১৩ জানুয়ারি (সোমবার) বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারে ৫ হাজার টাকা করে ১০ পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রæ মারমা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন।
এ ছাড়াও কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারি মো: ফজলুল হক, উর্দ্ধতন সমন্বয়কারি জিয়াউল করিম চৌধুরী ঝন্টু, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন, ইউপি সদস্য হাছিনা আকতারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থ সত্য রঞ্জন দাস বলেন, অগ্নিকান্ডের ফলে আমাদের সকলের বড় ধরণের ক্ষতি হয়েছে। এখন আমরা খুবই অসহায়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রæ মারমা ঘটনা স্থলে ছুটে এসে তাৎক্ষনিক কোস্ট ফাউন্ডেশকে ঘটনাটি আবহিত করেন। ইতিমধ্যে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশে পরিচালক সৈয়দ আমিনুল হক এর ব্যবস্থাপনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারে ৫ হাজার টাকা করে ১০ পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৩টায় বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়া গ্রামের ১০ টির অধিক বসতঘর পুড়ে যায়।