কক্সবাজার-৩ আসনে তরুণ মানবাধিকার কর্মী ইলিয়াছের স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন পরিবেশ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্থানীয় তরুণদের কাছে জনপ্রিয় এই সংগঠকের প্রার্থীতা জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পলিটিক্স ইজ এ কমিটমেন্ট’ অর্থাৎ ‘রাজনীতি হচ্ছে প্রতিশ্রুতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘কক্সবাজার ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলিয়াছকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ইলিয়াছ মিয়া সাংবাদিকদের বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু পাঁচটি মৌলিক অধিকার- খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। কোনো শিশু যেন শিক্ষাবঞ্চিত না হয়, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়, কোনো বয়োজ্যেষ্ঠ যেন অবহেলায় দিন কাটাতে বাধ্য না হয়—এটাই আমাদের রাজনীতির অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “মডেল পলিটিক্সের মাধ্যমে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সূতিকাগার হিসেবে তুলে ধরতে চাই। অধিকারবঞ্চিত মানুষের অন্তর-আত্মাকে জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য, যেন সমাজের কেউ মার্জিন লাইন থেকে মার্জিনালাইজড হয়ে না পড়ে।”

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৬৪৫ জন।

রামুর ভোটার মোহাম্মদ সাখাওয়াত আজিম বলেন, “প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন কেউ সংসদে আমাদের প্রতিনিধিত্ব করুক—এটাই প্রত্যাশা। ইলিয়াছ ভাই দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে অধিকার নিয়ে কাজ করছেন। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তারুণ্যদীপ্ত নেতৃত্ব হিসেবে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য।”

কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা মেহেরুন নেছা বলেন, “এবারের নির্বাচন নিয়ে আমি আশাবাদী। ভোট দিতে যাব। নতুন কেউ উঠে আসুক, যে আমাদের বাস্তব চাহিদা বুঝতে পারবে।”

মাত্র ৩০ বছর বয়সে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া ইলিয়াছ বর্তমানে ‘সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি কাতারের দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন বিষয়ক সম্মেলনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

কক্সবাজার ইনিশিয়েটিভের গণমাধ্যম মুখপাত্র আব্দুল মান্নান জানান, ইলিয়াছ শিগগিরই মনোনয়নপত্র জমা দেবেন এবং আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।