কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্রের মধ্যে দুইটির মনোনয়নপত্র বাতিল এবং বাকি পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্ত জানান।

বাতিল হওয়া অপর প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।

অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মো. মাহমুদুল করিম।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।