কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফর নিয়ে দলীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৮ জানুয়ারি তার কক্সবাজারে আসার সম্ভাব্য তারিখ ধরা হলেও এখনো চূড়ান্ত সফরসূচি ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
তিনি বলেন, “তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে এবং সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রাথমিক পরিদর্শন কার্যক্রম চলছে।”
ইউসুফ বদরী আরও বলেন, “সম্ভাব্য সফরে তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে পারেন। এর আগে তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানা গেছে।”
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ছিলেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদলী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িবহর নিয়ে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন এবং কী কী কর্মসূচি পালন করবেন—এসব বিষয়ে প্রাথমিক পরিদর্শন চলছে। পরিদর্শন শেষে বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হবে। এরপর দলীয়ভাবে সফরসূচি ঘোষণা করা হবে।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষের উপস্থিতি দেখা যায়।












