নিজস্ব প্রতিবেদক
পর্যটন নগরী কক্সবাজারে পাচারকালে ৫০০ লিটার চোলাই মদসহ এক পাচারকারীকে আটিক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে পৌরসভার গোল দিঘির পাড় বৌদ্ধঘোনা রোড থেকে চোলাই মদসহ আবদুস সালাম(২২) নামের এক পাচারকারীকে আটক করা হয়। এসময় মদ পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে ডিএনসি।
ডিনিসি জানায়, থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিপুল পরিমাণ মদ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ডিএনসি’র একটি টিম রাতে অভিযান শুরু করে।
মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে বারোটার দিকে শহরের বৈদ্দ্যঘোনা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৫০০ লিটার চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করা হলেও ড্রাইভারসহ দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গাড়ির ড্রাইভার ও জব্দকৃত চোলাইমদের মালিক পলাতক আসামি রবিউল ইসলামসহ তিন জনের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএনসি।