কক্সবাজারে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে র‍্যাবের নিরাপত্তা জোরদার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে কক্সবাজারজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পাশাপাশি পাশ্ববর্তী জেলা বান্দরবানেও চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে শহরের স্বরস্বতী বাড়ীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর এহেতাশামুল হক।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরণের নাশকতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

মেজর এহেতাশামুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে কক্সবাজারের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চালানোর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলায় এবছর ১৫২টি প্রতিমা ও ১৬৫টি ঘটপূজা মিলিয়ে মোট ৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।