কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে এবং জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে রাফি ও তার ভাগিনা মোফাচ্ছেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটায়। এ সময় রাফিকে ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন এলাকাবাসী।
এদিকে নিহত আমজাদের ভাই সাদ্দাম ছাত্রদলের নেতা হওয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম জানান, খুনের ঘটনার খবর পেয়ে সদর সার্কেল ঘটনাস্থলে গেছেন। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।