কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের ১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজারের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘সুষ্ঠু পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং প্রচার-প্রচারণায় নিয়ম নীতির ব্যাপারে জানানো হয়েছে।’

এর আগে গত গত মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে কক্সবাজারের চারটি আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

কক্সবাজারের চারটি আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে।