কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদরের উত্তরন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ভুয়া পরীক্ষার্থী হলেন, উখিয়ার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের ছেলে মুহিদ আল কাদের (২০)।
মূল পরীক্ষার্থী হলেন, কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে সাকিবুল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, লিখিত পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাই ও ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে যাচাইকালে এক পরীক্ষার্থীর ছবি ও তথ্যের গরমিল ধরা পড়ে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রক্সি দিতে এসেছেন বলে স্বীকার করেন। এসময় তার কাছ থেকে মূল পরীক্ষার্থীর এডমিট কার্ড এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।