কক্সবাজারে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে হাদির নামে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেন উপস্থিতরা।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, “হাদি আমাদের বিপ্লবের প্রতীক। তার মৃত্যুতে বাংলার বুকে লাখো হাদি জেগে উঠেছে। হাদি মানেই বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এক বুক স্বপ্ন নিয়ে কাজ করে গেছেন হাদি। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।”

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, “হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। হাদি অমর। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। তিনি এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক। পিতার আদর্শ ও নৈতিক শিক্ষা তার জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ।
শিক্ষাজীবনের শুরু ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকায় যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সেখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।