ওসান ফাইটার্স যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা মনোনীত হলেন তানভীর মাহমুদ

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ার ক্রীড়া ও সেচ্ছাসেবীমূলক সংগঠন ওসান ফাইটার্স যুব ও ক্রীড়া সংঘের নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সাবেক কৃতী ফুটবলার ও উদীয়মান তরুণ রাজনীতিবিদ তানভীর মাহমুদ।

তানভীর মাহমুদ তার ফুটবল খেলাধুলার পাশাপাশি তরুণ রাজনীতিবিদ হিসেবে তার দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডও প্রশংসিত হয়েছে।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তানভীর মাহমুদ বলেন, “ওসান ফাইটার্স যুব ও ক্রীড়া সংঘ ক্রীড়া ও সমাজসেবার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমি এই দলের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আমার অভিজ্ঞতা ও প্রচেষ্টা দিয়ে সংঘের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়েই তানভীর মাহমুদের এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে সংঘের ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে নতুন দিক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

তানভীর মাহমুদের এই মনোনয়ন ক্রীড়াঙ্গন ও স্থানীয় সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে ওসান ফাইটার্স যুব ও ক্রীড়া সংঘের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তানভীর মাহামুদ বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাকের উল্লাহর জ্যেষ্ঠ পুত্র বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি কুতুবদিয়ার বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।